• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৮
সাজিদ জাভিদ
সাজিদ জাভিদ (ছবি : সংগৃহীত)

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের পর তার মন্ত্রিসভা পুনর্গঠনের সময়ই আচমকা এ পদত্যাগের ঘোষণা এলো।

রাজস্ব বিভাগের চীফ সেক্রেটারি রিশি সুনাকে চ্যান্সেলর হিসেবে জাভিদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

জানা যায়, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জবাবে সাজিদ জানান কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেন না।

চার সপ্তাহের মধ্যেই জাভিদের বাজেট পেশ করার কথা ছিল। জনসন জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে চ্যান্সেলর নিযুক্ত করেছিলেন।

প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জল্পনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

আরও পড়ুন : ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানে ‘কিংকর্তব্যবিমূঢ়’ ইসরায়েল

জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। কিন্তু জাভিদ তা মানেননি।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড