• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না : সালেহি

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০
সালেহি ও গ্রোসি
আলী আকবর সালেহি ও রাফায়েল গ্রোসি (ছবি : পার্সটুডে)

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। তবে যত চাপই প্রয়োগ করা হোক কেন, ইরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নতুন মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক বৈঠকে সালেহি এ কথা বলেন। খবর ‘পার্সটুডে’।

বৈঠকে আলি আকবর সালেহি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান সবসময় প্রস্তুত। কিন্তু তেহরান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরও বলেন, আইএইএর সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। এ সম্পর্কের ভিত্তি পারস্পরিক সমঝোতা।

আরও পড়ুন : মার্কিন সেনাদের বেকায়দায় ফেলতে একজোট ইরান-সিরিয়া

এ সময় সালেহি স্পষ্ট করে জানিয়ে দেন, ইরান আলোচনা ও যুক্তিকে সবসময় স্বাগত জানায়। কিন্তু আমরা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেব না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড