• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাল্টায় দুর্নীতির দায়ে অর্ধেকের বেশি ট্রাফিক পুলিশ গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০
ট্রাফিক পুলিশ
ট্রাফিক পুলিশ (ছবি : দ্য গার্ডিয়ান)

ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় দুর্নীতির দায়ে অর্ধেকের বেশি ট্রাফিক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ‘দ্য গার্ডিয়ান’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে কাজ না করে অতিরিক্ত ওভারটাইম ভাতা নেওয়া এবং নিজের গাড়িতে সরকারি তেল ব্যবহারের অভিযোগ রয়েছে।

এ দিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশটিতে খুব কম সংখ্যক ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মাল্টা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাফিক বিভাগে মোট ৫০ জন পুলিশ সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৩০ জন গত তিন বছরে শত শত ঘণ্টার ওভারটাইম প্রতারণা করেছেন। বাস্তবে তারা ওই সময়ে কোনো দায়িত্ব পালন করেননি, তবে ভাতা নিয়েছেন।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকজন কর্মকর্তা সরকারি কাজে বরাদ্দ জ্বালানি তেল ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করেছেন। এসব কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারবে না মার্কিন যুদ্ধবিমান

এ ব্যাপারে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলার মন্তব্য, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। গত মাসে পুলিশ বিভাগ আমাকে নিশ্চিত করেছে যে, তাদের যথেষ্ট লোকবল রয়েছে, দুর্নীতিতে জড়িতদের গ্রেপ্তার করলে ট্রাফিক বিভাগে কোনো প্রভাব পড়বে না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড