• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৫
মুসাভি
সাইয়্যেদ আব্বাস মুসাভি (ছবি : মিডল ইস্ট মনিটর)

সিরিয়া ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পক্ষ থেকে নেওয়া যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। একজন ইসরায়েলি কর্মকর্তার হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খবর ‘ইরনা’।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় মুসাভি বলেছেন, ইসরায়েলের ভিত্তি ও চরিত্রই হচ্ছে ফিলিস্তিনসহ প্রতিবেশী দেশগুলোর ভূমি দখল করা। ইসরায়েলিরা গত ৭০ বছর ধরে হত্যা, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও অপরের সম্পদ লুণ্ঠন করে আসছে।

এরপর মুসাভি জানান, আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকার ইরানের কাছে সাহায্য চেয়েছে। কাজেই সিরিয়ার জনগণের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান ট্রাম্প!

প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইসরায়েলি সেনারা ইরানকে দুর্বল করে দেবে। আর সিরিয়া থেকে বিতাড়িত করে ছাড়বে। এর প্রতিক্রিয়াতেই এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন মুসাভি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড