• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস ও ট্রাক (ছবি : ইন্ডিয়া টুডে)

ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ যাত্রী।

উদ্ধার কর্মীদের বরাতে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফিরোজবাদ জেলার নাগলা খঙ্গা এলাকার আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। তারা সকলেই রাজধানী নয়াদিল্লি থেকে বিহার যাচ্ছিলেন।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এক্সপ্রেসওয়েতে চলার সময় আচমকা টায়ার নষ্ট হয়ে গেলে ট্রাকটি নিজের লেন পরিবর্তন করে ডান লেনে চলে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহত এবং নিহতদের দেহগুলো উদ্ধার করে নিকটস্থ সাইফাই পিজিআই হাসপাতালে পাঠানো হয়েছে।

তার ভাষায়, সম্পূর্ণ দৃশ্যটি অত্যন্ত ভয়াবহ ছিল। কেননা দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত ব্যক্তিদের এবং নিহতদের মরদেহগুলো বের করে আনতে আমাদের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তাছাড়া হতাহত কয়েকজন জানালার বাইরে ঝুলন্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন : আসামের এনআরসি তালিকা গায়েব

উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই আগ্রা জোন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অজয় আনন্দ এবং পুলিশের মহাপরিদর্শক সতীশ গণেশ উদ্ধার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড