• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ায় ১১৩ প্রজাতির প্রাণীর জরুরি সহায়তা প্রয়োজন

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে কোয়ালা, (ছবি : বিবিসি)

অস্ট্রেলিয়ায় গত কয়েক মাসের ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এর মধ্যে ১১৩ প্রজাতির প্রাণীর জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ এসব প্রজাতি চিহ্নিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত প্রাণীর তালিকা করেছে দেশটির কর্তৃপক্ষ। ওই তালিকায় দেখা যায়, দাবানলের কারণে প্রায় সব প্রজাতির প্রাণী তাদের ৩০ শতাংশ আবাসস্থল হারিয়েছে।

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বলছে, ১১৩ প্রজাতির প্রাণীর জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। এগুলোর মধ্যে আছে কোয়ালা, পাখি, মাছ ও ব্যাঙ। দ্রুত সহায়তার উদ্যোগ না নিলে এসব প্রাণী সংকটে পড়বে।

আরও পড়ুন : এবার সিরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে

দাবানলে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণিদের পুনরুদ্ধারে যে প্যানেল গঠন করা হয়েছে সেটিই মূলত ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোকে চিহ্নিত করেছে। ওই প্যানেল বলছে, বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে আছে কিছু প্রাণী। কারণ, দাবানলে সব আবাসস্থলই ধ্বংস হয়ে গেছে তাদের।

প্রসঙ্গত, গত কয়েক মাসের দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ভয়াবহ এই বিপর্যয়ে প্রায় ১০০ কোটি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন গবেষকরা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড