• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার সিরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫
সিরিয়া-যুক্তরাষ্ট্র-রাশিয়া-তুরস্ক
ছবি : প্রতীকী

ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সিরিয়া পরিস্থিতি। ইদলিবে কয়েকদিন ধরে তুরস্ক-সিরিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরিয়ার সরকারিবাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সিরিয়া পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল হাসাকা এলাকায় সিরীয় বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এরই মধ্যে মার্কিন হামলা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই হামলার সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার আল কামিশলি জেলার দাবান গ্রামে সিরীয় বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : সিরিয়ার সামরিক বিমান ধ্বংসের হুমকি এরদোগানের

অবশ্য সিরিয়া কর্তৃপক্ষ মার্কিন বিমান হামলার খবর এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে সত্যিই এটি হয়ে থাকলে, চলতি বছর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এটিই প্রথম হামলা। মার্কিন কর্তৃপক্ষও বিমান হামলা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, সিরীয় বাহিনীকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এ কারণে তাদের ওপর মার্কিন বিমান হামলায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে পুতিন প্রশাসন। ফলে শেষ পর্যন্ত ওয়াশিংটন-মস্কোর মধ্যে সংঘর্ষও শুরু হতে পারে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড