• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সঙ্গে থাকলে বিজয় সুনিশ্চিত : হিজবুল্লাহ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৩
শেখ নাঈম কাসেম
হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম (ছবি : মিডল ইস্ট মনিটর)

যারা ইরানের সঙ্গে আছেন তাদের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪১তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে শেখ নাঈম কাসেম বলেন, পশ্চিম এশিয়ায় বর্তমানে যে সমস্যা চলছে তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব। ইসরায়েল শুধু ফিলিস্তিন ভূখণ্ড দখল করেছে তাই নয়, বরং তারা এই ভূখণ্ডকে ব্যবহার করে পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।

এরপর হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, ইরান সবসময় মুসলিমদের অধিকার আদায়ে সোচ্চার। তাই সারা বিশ্বের মুসলিমদের উচিত ইরানকে সমর্থন দেওয়া। কেননা যারাই ইরানের সঙ্গে থাকবে তারাই বিজয়ী হবে।

সমাবেশে তিনি আরও বলেন, সশস্ত্র প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র উপায়। তবে এর পাশাপাশি ফিলিস্তিনকে মুক্ত করার অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপও অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন : ইরানের পরমাণু কার্যক্রমে আপত্তি নেই জাতিসংঘের

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপন করা মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি এর মধ্যেই ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড