• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাকাশ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২
ইরান
‘জাফর’ স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য (ছবি : পার্সটুডে)

মহাকাশ কর্মসূচি নিয়ে ফ্রান্সের ‘হস্তক্ষেপমূলক’ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি আগামীতেও মহাকাশ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর ‘আল-জাজিরা’।

সোলাইমানি হত্যার জেরে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রবিবার (৯ ফেব্রুয়ারি) মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। তবে উৎক্ষেপণ সফল হলেও ইরানের পাঠানো ‘জাফর’ নামক স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। অবশ্য এই ঘটনায় কয়েক হাজার কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে ইরান নিজের সক্ষমতা প্রমাণ করেছে।

চলমান উত্তেজনার মধ্যে ইরানের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফ্রান্স। ইউরোপের দেশটির দাবি, ইরান আসলে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অমান্য করেছে। এই প্রস্তাব অনুযায়ী, পরমাণু অস্ত্র বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানোর অধিকার ইরানের নেই।

ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তেহরানে অনুষ্ঠিত এক সমাবেশে বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার অধিকার ফ্রান্সের নেই।

আরও পড়ুন : ইরানের পরমাণু কার্যক্রমে আপত্তি নেই জাতিসংঘের

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা করার অধিকার ইরানের রয়েছে। নিজেদের শক্তি বাড়াতে ইরান ভবিষ্যতেও মহাকাশে বিভিন্ন ধরনের কর্মসূচি চালাবে। তাছাড়া ইরান নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অমান্য করেনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড