• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও তুর্কিবাহিনীর ওপর সিরিয়ার হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০
সিরিয়া-তুরস্ক
ছবি : প্রতীকী

আবারও তুরস্কের সামরিকবাহিনীর ওপর হামলা চালিয়েছে সিরীয় সেনারা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবের নায়রাব এলাকায় এই হামলা চালায় তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, টানা দ্বিতীয়দিনের মতো তুরস্কের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সিরীয় সেনারা। এতে বেশ কয়েকজন তুর্কি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইদলিবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তুরস্কের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করে সিরীয় সেনারা। এতে বেশ কয়েকজন তুর্কি সেনা হতাহত হয়েছেন। যদিও হতাহতের খবরটি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি কেউ।

আরও পড়ুন : ইদলিবে সিরিয়া-তুরস্কের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ (ভিডিও)

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের ঘাঁটিতে হামলা চালায় সিরিয়া। এতে পাঁচ তুর্কি সেনা নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। তুর্কি সেনাদের ওপর হামলার ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড