• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাইজেরিয়ায় ৩০ পর্যটককে পুড়িয়ে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৩
নাইজেরিয়ায় ৩০ পর্যটককে পুড়িয়ে হত্যা
অগ্নিকাণ্ডের শিকার গাড়ি (ছবি : আফ্রিকা ফিডস)

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরের একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা অন্তত ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এ সময় বেশ কয়েকজন নারী ও শিশুদের অপহরণ করা হয় বলে দাবি কর্তৃপক্ষের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, ভুক্তভোগীদের অধিকাংশই ছিলেন পর্যটক। রাতে ক্যাম্প করে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে প্রথমে আগুন দেওয়া হয়। পরে সেখানকার পুরুষদের হত্যা করে নারী ও শিশুদের অপহরণ করা হয়।

যদিও ভয়াবহ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

হামলার সত্যতা নিশ্চিত করে প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুর রহমান বুন্দি বলেছেন, এবার ভারী অস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে জঙ্গিরা। এ সময় ১৮টি যানবাহন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন : চীনে করোনা আক্রান্ত দেহ পোড়ানোর আলামত!

উল্লেখ্য, ২০০৯ সাল থেকেই দেশটিতে বিদ্রোহ শুরু করে সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারাম। গোষ্ঠীটির হামলায় নাইজেরিয়ায় এখন পর্যন্ত অন্তত ৩৫ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। তাছাড়া গৃহহীন হয়েছেন আরও প্রায় ২০ লক্ষাধিক মানুষ। এমনকি অপহরণের শিকার হয়েছেন শত শত লোক।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড