• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় তুর্কিবাহিনীর ওপর হামলায় নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫
তুরস্ক-সিরিয়া
ছবি : প্রতীকী

সিরিয়ায় তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে সিরীয় সেনারা। এতে অন্তত পাঁচজন তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তাফতানাজ এলাকায় তুর্কি সামরিক পোস্টে হামলা চালায় সিরীয় সেনারা। এতে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, তাফতানাজ এলাকায় তুর্কি সামরিক ঘাঁটিতে মর্টার শেল ছুড়েছে সিরিয়ার সরকারি সেনারা। হামলার পরই অঞ্চলটিতে তুরস্কের কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এসব হেলিকপ্টারে করেই আহতদের উদ্ধার করা হয়।

হামলাস্থলে এরই মধ্যে অনেক সেনা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে আঙ্কারা। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সিরীয় সেনাদের হামলার প্রতিশোধ নেওয়া শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।

আরও পড়ুন : ইরানিদের ওপর হামলা চালাতে সম্মত যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রসঙ্গত, বর্তমানে তুরস্কে ৩৬ লাখ সিরীয় শরণার্থী রয়েছেন। আঙ্কারা বলছে, তারা আর কোনো শরণার্থীকে জায়গা দিতে পারবে না। মূলত এ কারণেই বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড