• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০ কেজি সোনার গহনা পরে তীর্থ যাত্রায় 'গোল্ডেন বাবা'!

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট ২০১৮, ১৩:০৬
তীর্থ যাত্রায় 'গোল্ডেন বাবা'!
ছবিসূত্র : ওয়েবসাইট

তার প্রকৃত নাম সুধীর মক্কর। অনেকের মধ্যে তিনিও একজন তীর্থযাত্রী। তবে ভারতে তিনি 'গোল্ডেন বাবা' নামেই বেশ পরিচিত। প্রায় ছয় কোটি রুপি মূল্যের ২০ কেজি সোনার গহনা গায়ে চাপিয়ে এবার তীর্থযাত্রায় বের হলেন এ গোল্ডেন বাবা। রুপোর গহনাও আছে তার গায়ে। আর হাতে রয়েছে প্রায় ২৭ লাখ রুপি মূল্যের রোলেক্স ঘড়ি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুধু কি তাই? তার এ তীর্থযাত্রায় রয়েছে বিশাল গাড়ির বহর। যেখানে রয়েছে বিএমডব্লিউ, ল্যান্ড রোভারের মতো বিখ্যাত সব ব্রান্ডের গাড়ি।

সংবাদে বলা হয়, 'গোল্ডেন বাবা'র মুখে লম্বা দাড়ি আর মাথায় রয়েছে বিশাল জটা।

উল্লেখ্য, 'গোল্ডেন বাবা' হিসেবে পরিচিতি পাওয়ার আগে তিনি নয়াদিল্লীতে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ছিলেন।

তিনি জানান, তার এ তীর্থযাত্রার জন্য প্রতিবছর ব্যয় হয় অন্তত এক কোটি রুপি।

প্রসঙ্গত, প্রতি বছর শ্রাবণ মাসে ভারতের হরিদ্বার থেকে শুরু হয় শিবভক্তদের এ তীর্থযাত্রা বা কানওয়ার যাত্রা। সেসময় শিবের মাথায় পানি ঢালা ও পূজা করার লক্ষ্যে শুরু হয় তাদের এ তীর্থযাত্রা।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড