• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১৭:২২
ব্রিটিশ এয়ারওয়েজ
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান (ছবি : বিবিসি)

করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করা যাচ্ছে না। দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকা এই ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিরাপদে থাকতে চীনের উদ্দেশে ছেড়ে যাওয়া এবং চীন থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

বুধবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ এ কথা জানিয়েছে। খবর ‘বিবিসি’।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদিনই হিথ্রো বিমানবন্দর থেকে বেইজিং ও সাংহাইয়ের উদ্দেশে ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে যায়। কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে কর্তৃপক্ষ সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

বিমানের যাত্রী ও ক্রুদের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে।

এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, নিতান্তই প্রয়োজন না থাকলে কোনো ব্রিটিশ নাগরিক যেন চীন ভ্রমণ না করে। তারপরই ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো।

আরও পড়ুন : করোনা আতঙ্কে ২ দিনেই হাসপাতাল বানিয়ে ফেলল চীন (ভিডিও)

এ দিকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩২ জনে পৌঁছেছে। আর সব মিলিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা চার হাজারের অধিক।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড