• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০১৯ সালে আফগানিস্তানে ৭ হাজারের বেশি বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১৬:৫০
হামলা
হামলা চালাচ্ছে মার্কিন সেনারা (ছবিসূত্র : আল-জাজিরা)

মার্কিন বাহিনী ২০১৯ সালে আফগানিস্তানে মোট ৭ হাজার ৪২৩টি বোমা নিক্ষেপ করেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড। খবর ‘আল-জাজিরা’।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড বলেছে, ২০১৮ সালে মার্কিন সেনারা আফগানিস্তানে ৭ হাজার ৩৬২টি বোমা নিক্ষেপ করেছিল। আর ২০১৯ সালে এর চেয়ে ৬১টি বেশি বোমা নিক্ষেপ করেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আফগানিস্তানে বোমা হামলার সংখ্যা বেড়ে গেছে। ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে মার্কিন সেনারা আফগানিস্তানে বোমা নিক্ষেপ করেছিল মোট ৪ হাজার ১৪৭টি।

২০১৬ সালের আগে বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে বোমা হামলার ওপরে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এ সময় হামলার লক্ষ্যবস্তু সশস্ত্র বাহিনীর ‘ধরা-ছোঁয়ার মধ্যে’ থাকার নিয়ম ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই এই নির্দেশ তুলে নেয় ওয়াশিংটন।

আরও পড়ুন : মার্কিনিদের ওপর হামলা অব্যাহত রাখবে তালিবান

এই নির্দেশ তুলে দেওয়ার পরে গত কয়েক বছরে প্রায় এক হাজার বেসামরিক লোক মার্কিন সেনাদের বোমা হামলায় নিহত হয়েছেন। এতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন সেনারা হামলা অব্যাহত রেখেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড