• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল লিবিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১০:৫৬
আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল লিবিয়া
আমিরাতের অস্ত্রবাহী ড্রোন (ছবি : প্রতীকী)

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অস্ত্রবাহী একটি ড্রোন ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সরকারি বাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

বিবৃতিতে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলে অবস্থিত মিসরাতা শহরের ভূমি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে আমিরাতি ড্রোনটিকে ধ্বংস করা হয়। ড্রোনটি মূলত মিসরাতা শহরের কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য টার্গেট করেছিল।

সরকারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বিধ্বস্ত ড্রোনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, গত বছরের ডিসেম্বরে আমিরাতি ড্রোনের আঘাতে লিবিয়ার তিন সেনা নিহত হয়েছিলেন। এর আগে গত আগস্টে মিসরাতা শহরে আমিরাতের আরও একটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করা হয়।

আরও পড়ুন : সিরিয়ায় রুশ-মার্কিন সংঘর্ষে যুদ্ধাবস্থা শুরু (ভিডিও)

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল লিবিয়া। সেখানে বলা হয়, জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার বৈধ সরকারের বিরুদ্ধে সংঘাত চালাতে খলিফা হাফতার ও তার সেনাদের সমর্থন করছে সংযুক্ত আরব আমিরাত।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড