• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানি হত্যার পরিকল্পনাকারী আফগানিস্তানে নিহত!

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৯
যুক্তরাষ্ট্র-ইরান-আফগানিস্তান
মাইকেল ডি আন্দ্রেয়া, (ছবি : সংগৃহীত)

আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় সোলাইমানি হত্যার মূল পরিকল্পনাকারী মাইকেল ডি আন্দ্রেয়া নিহত হয়েছেন। রাশিয়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশে সোমবার মার্কিন একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অপারেশন বিভাগের প্রধান মাইকেল ডি আন্দ্রেয়া নিহত হয়েছেন। মার্কিন বিমান বিধ্বস্তে দেশটির গোয়েন্দা সংস্থার মোট ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন আন্দ্রেয়াও।

মাইকেল আন্দ্রেয়া ইরাক, ইরান এবং আফগানিস্তানে গোয়েন্দা অপারেশন চালানোর দায়িত্ব ছিলেন। বলা হচ্ছে, তিনিই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযান পরিচালনা করেছেন।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিকবাহিনী ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে। এ সময় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসসহ তাদের ১০ নিরাপত্তারক্ষীও নিহত হন। সোলাইমানিকে হত্যার জন্য ওই ড্রোন হামলার নেতৃত্ব দেন মাইকেল আন্দ্রেয়া।

আরও পড়ুন : পারমাণবিক বোমায় শীর্ষে রাশিয়া, তালিকার নয়া সদস্য ইরান!

এ দিকে আফগান সংগঠন তালিবান জানিয়েছে, বিধ্বস্ত বিমান উদ্ধারে আফগানিস্তানের সরকারি সেনারা কয়েক দফা চেষ্টা চালালেও তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তালিবানের দাবি, বিমানটি তারা ভূপাতিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এই দাবি এখনো পর্যন্ত স্বীকার করেনি। এমনকি হতাহতের বিষয়েও মুখ খুলেনি মার্কিন কর্তৃপক্ষ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড