• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কে চীনে বিমান পাঠাচ্ছে জাপান

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৬:১৮
করোনা আতঙ্কে চীনে বিমান পাঠাচ্ছে জাপান
জাপানি পরিবহন বিমান (ছবি : প্রতীকী)

এখনো আবিষ্কার হয়নি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন আতঙ্ক করোনা ভাইরাসের প্রতিষেধক। এরই মধ্যে চীনের উহান নগরীতে বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে টোকিওর এই পদক্ষেপ বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতাগির। খবর এএফপির।

সোমবার (২৭ জানুয়ারি) তোশিমিতসু মোতাগি সাংবাদিকদের বলেন, আমরা বিমানের ব্যবস্থা চূড়ান্ত করেছি। চীনও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছে। এমনকি বিমানবন্দরেও নিরাপদ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সব ঠিক থাকলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উহান বিমানবন্দরের উদ্দেশে আমরা প্রথম ফ্লাইট পাঠাচ্ছি। বিমানটিতে করে জাপানি নাগরিকদের পাশাপাশি চীনা জনগণের জন্যও ত্রাণ হিসেবে মাস্ক ও নিরাপত্তামূলক স্যুট পাঠানো হচ্ছে।

আরও পড়ুন : করোনা ভাইরাসে শতাধিক লোকের মৃত্যুতে উদ্বেগে বিজ্ঞানীরা

জাপানি মন্ত্রী জানান, চীনের ওই অঞ্চলটিতে থাকা সাড়ে ছয় শতাধিক নাগরিকের মধ্যে এবার প্রায় দুইশ জনকে বিমানে করে ফিরিয়ে আনা হবে। কেননা এরই মধ্যে তারা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড