• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্প প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন : জারিফ

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ১৮:৩৯
মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। রাজধানী তেহরানের জাতীয় গ্রন্থাগারে আয়োজিত এক সাংস্কৃতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। খবর ‘পার্স্টুডে’।

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এভাবে প্রকাশ্যে কোনো দেশের স্থাপনায় হামলার হুমকি দেওয়া আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ত্রাসবাদের সমতুল্য।

সমাবেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি কয়েকজন যুদ্ধবাজ নেতা ও সন্ত্রাসীগোষ্ঠী আন্তর্জাতিক সাংস্কৃতিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে। এ ধরনের ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ট্রাম্পের হুমকির মিল রয়েছে।

জারিফের মতে, ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে কেবল সামরিক হামলার হুমকি দিচ্ছেন না, বরং তিনি ইরানের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর ব্যাপারে প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন।

এরপর সোলাইমানি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে জারিফ জানান, ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সেনারা যেভাবে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সামিল। ট্রাম্প প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। তাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।

আরও পড়ুন : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ‘অন্ধ’ বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, সোলাইমানির নিহতের পর ইরানিরা মার্কিনিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লেখেন, তিনি ইরানের বহু সাংস্কৃতিক স্থাপনাসহ দেশটির মোট ৫২টি স্থাপনা চিহ্নিত করেছেন। আর মার্কিন স্বার্থে আঘাত আসলে এসব স্থাপনায় হামলা চালানো হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড