• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিন্স চার্লসের মুখে ইরানের ভূয়সী প্রশংসা

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ২১:৫৩
প্রিন্স চার্লস
প্রিন্স চার্লস (ছবি : জেরুজালেম পোস্ট)

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। পাশাপাশি রাষ্ট্রীয় সফরে ইরানে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স চার্লস এসব কথা বলেন।

সাক্ষাৎকারে প্রিন্স চার্লস বলেন, আমি অবশ্যই ইরান সফর করতে চাই। কেননা ইরান শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ অংশ। জ্ঞান, সংস্কৃতি, কবিতা ও শিল্প সবকিছুতে তাদের অনন্য অবদান রয়েছে। আমি জানি, ইরানিরা সত্যিই অনন্যসাধারণ।

প্রিন্স চার্লস আরও বলেন, আমি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যে এখন অস্থিতিশীলতা বিরাজ করছে। আমার ইরান সফর হবে সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ।

অবশ্য সাক্ষাৎকারে ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি চার্লস।

আরও পড়ুন : যুদ্ধের জন্য ইউরোপীয়দের প্রস্তুত থাকতে বলল ইরান

এমন এক সময়ে প্রিন্স চার্লস ইরান সফরের আগ্রহের কথা জানালেন যখন সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজন তৈরি হয়েছে। যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড