• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধের জন্য ইউরোপীয়দের প্রস্তুত থাকতে বলল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৫
মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ (ছবিসূত্র : পার্সটুডে)

ইউরোপীয় দেশগুলোর নেতাদের বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। জার্মান সংবাদমাধ্যম স্পাইগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দেওয়া ওই সাক্ষাৎকারে জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষমতা ইউরোপীয়দের নেই। ইউরোপের নেতারা সবসময় আমেরিকার প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করে, যা অত্যন্ত বিপর্যয়কর।

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এ বিষয়ে জারিফের মন্তব্য, ইউরোপীয় দেশগুলো নিজ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়নি। আমেরিকা চাপ প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিতে তাদের বাধ্য করেছে।

আরও পড়ুন : মান বাঁচাতে ইরাক ত্যাগের পথ খুঁজছে মার্কিন সেনারা

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো আইনি ক্ষমতা ইউরোপীয়দের হাতে নেই। চীন-রাশিয়াও ইউরোপীয়দের এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। চলমান পরিস্থিতিতে আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে, ইউরোপীয়দের উচিত অনেক বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড