• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধুদের টাকায় সুইজারল্যান্ড সফরে ইমরান খান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১৪:১৬
বন্ধুদের টাকায় সুইজারল্যান্ড সফরে ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : দ্য এক্সপ্রেস)

রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান নয় বরং দুজন ব্যবসায়ী বন্ধুর টাকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ডাভোস শহরে আগত অন্যান্য রাষ্ট্রপ্রধানদের চেয়ে অনেকটা সস্তাতেই ভ্রমণ করছেন বলে দাবি তার।

পাক গণমাধ্যম দ্য ডন জানায়, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির ডাভোস শহরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইমরান খান জানিয়েছেন, বিশ্বের অন্যান্য নেতাদের চেয়ে প্রায় দশগুণ টাকা কম খরচ করে তিনি সুইজারল্যান্ডে এসেছেন।

পাকিস্তানে পূর্ববর্তী শাসকদের সমালোচনা করে তিনি বলেন, গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেওয়ার জন্য আমি আসিফ জারদারি থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার কম খরচ করি।

আরও পড়ুন : মরদেহ নিজের কাঁধে তুলে নিলেন এরদোগান

বিশ্লেষকদের মতে, এর আগেও সরকারের খরচ কমানোর নজির স্থাপন করেছিলেন ইমরান খান। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় বিশেষ বিমানের বদলে কাতার এয়ারওয়েজের ‘কমার্শিয়াল ফ্লাইটে’ চেপে যাত্রা করেছিলেন পাক প্রধানমন্ত্রী।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড