• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভূমিকম্পে নিহতদের মরদেহ কাঁধে তুলে নিলেন এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১১:২২
ভূমিকম্পে নিহতদের মরদেহ কাঁধে তুলে নিলেন এরদোগান
মরদেহ কাঁধে তুলে নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান (ছবি : ইউরো নিউজ)

তুরস্কের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও নয় শতাধিক লোক এবং নিখোঁজ রয়েছেন ৩০ জন। ভূমিকম্পে নিহতদের লাশ দাফনে এরই মধ্যে অংশগ্রহণ করেছেন প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পের পর আতঙ্কে সড়কে বেরিয়ে আসেন হাজারো মানুষ।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের সিভরাইস শহরের কাছেই ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এরই মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কর্মীরা এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর পরই দেশটির সরকারি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ভূমিকম্পে এলাজিগ প্রদেশে ৮ জন নিহত হয়েছেন এবং পার্শ্ববর্তী মালাটিয়া প্রদেশে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। মূল ভূমিকম্পের পর ৬০টি ছোট ছোট কম্পন (আফটার-শক) অনুভূত হয়।

এ দিকে সিভরাইস শহরে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে সেখানে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। মূলত ভূমিকম্পে নিহতদের জানাজা ও দাফন অনুষ্ঠানে সরাসরি শরিক হতে এলাজিগ গিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি জানাজা শেষে নিজের কাঁধে একজনের লাশ বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যান।

এক টুইট বার্তায় এরদোগান বলেন, এলাজিগ ও আশেপাশের অঞ্চলগুলোতে ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখতে আমরা চেষ্টা করছি।

ভূমিকম্প সম্পর্কে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

আরও পড়ুন : ব্রাজিলে বৃষ্টিপাত-ভূমিধসে নিহত ৩০, নিখোঁজ ১৭

অপর দিকে এলাজিগ প্রদেশের বাসিন্দারা জানান, এটা ছিল খুবই ভয়ংকর। ঘরের আসবাবপত্র আমাদের ওপর পড়ছিল। তখন আমরা কোনোমতে বের হয়ে আসি। আগামী কয়েকদিন আমরা শহরের বাইরে একটি ‘ফার্মহাউসে’ থাকার পরিকল্পনা করেছি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড