• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে লড়বেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১৯:১০
জেনিন আনেজ
জেনিন আনেজ (ছবি : রয়টার্স)

বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ আগামী মে মাসে হতে যাওয়া দেশটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) এই ঘোষণা দেন তিনি। খবর ‘রয়টার্স’।

এ বিষয়ে জেনিন আনেজ বলেন, আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আসন্ন এই প্রেসিডেন্ট নির্বাচনে আমিও প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের সমর্থনই আমাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

গত বছরের অক্টোবরে বলিভিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করেন ইভো মোরালেস। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেন মোরালেস। আর দেশ ছেড়ে মেক্সিকোতে আশ্রয় নেন তিনি। এমন পরিস্থিতিতে সাংবিধানিক ধারায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক সিনেটর জেনিন আনেজ।

আরও পড়ুন : যুদ্ধাপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত, মত মার্কিনিদের

৫২ বছর বয়সী আনেজ একসময় টিভি উপস্থাপক ও আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে মোরালেস সরকারের সবচেয়ে বড় সমালোচকে পরিণত হন তিনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড