• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর নিয়ে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইমরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১৮:৪৪
ইমরান খান
বক্তব্য রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : ইন্ডিয়া টুডে)

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে ইমরান খান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর ‘পার্সটুডে’।

বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় সেনারা কাশ্মীরে সশস্ত্র অভিযান অব্যাহত রেখেছে। সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। ভারত ভুল পথে হাঁটছে। এভাবে চললে পাকিস্তানও জবাব দেবে। আর ভারত-পাকিস্তান সংঘাতে জড়ালে তা উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে।

বিষয়টি বিবেচনায় কাশ্মীর ইস্যুতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষায়, বর্তমানে কাশ্মীরই সবচেয়ে বেশি যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধকে প্রতিরোধ করার লক্ষ্যে একটি ফোরাম গঠিত হয়েছে। আমার দায়িত্ব কাশ্মীর ইস্যু নিয়ে এই ফোরামের সদস্যদের অবহিত করা।

আরও পড়ুন : যুদ্ধাপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত, মত মার্কিনিদের

ইমরান খান আরও বলেন, মুসলিম অধ্যুষিত জন্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নিয়ে ভারত জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে। গত আগস্টে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অবরুদ্ধ হয়ে পড়েছেন অঞ্চলটির ৮০ লাখ মানুষ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড