• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আল আকসা মসজিদে ইসরায়েলের তাণ্ডব

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১৯:১৪
ইসরায়েল-ফিলিস্তিন
ফাইল ছবি (সংগৃহীত)

জেরুজালেমের সবচেয়ে বিরোধপূর্ণ স্থান আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার এই তাণ্ডব চালায় তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল ইস্ট মনিটর জানায়, সকালের নামাজের পর আল আকসা মসজিদ চত্বর খালি করতে তাণ্ডব চালায় ইসরায়েলের পুলিশবাহিনী। এ সময় অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে তারা।

ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধের অংশ হিসেবে এবং আল আকসা মসজিদের প্রতি তাদের ভালোবাসা দেখাতে ‘ডোপ অব হোপ’ ক্যাম্পেইন শুরু করে ফিলিস্তিনিরা। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালের নামাজে যোগ দেয় শত শত ফিলিস্তিনি।

আল আকসা মসজিদকে ঘিরে এমন ক্যাম্পেইনের খবর পেয়ে ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করে ইসরায়েলি পুলিশ। তারা আল আকসা মসজিদের চারপাশে অসংখ্য চেকপয়েন্ট বসায়, বিভিন্ন দোকানে অভিযান চালায় এবং বেসামরিক নাগরিকদের গাড়িতেও তল্লাশি শুরু করে।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্যালুট

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানায়, শুক্রবারের নামাজ থেকে বিরত রাখতে আল আকসা মসজিদে তাণ্ডব চালায় ইসরায়েলি পুলিশবাহিনী। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে শুরু করে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড