• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পার্লামেন্টে পুতিনের সংবিধান পরিবর্তনের প্রস্তাব সমর্থন

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১০:৪১
পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : রয়টার্স)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধানে ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব প্রাথমিকভাবে সমর্থন করেছে পার্লামেন্টের নিম্নকক্ষ। খবর ‘আরটি নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুতিনের প্রস্তাবের ওপর রুশ পার্লামেন্টের নিম্বকক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যেখানে নিম্নকক্ষের ৪৩২ আইনপ্রণেতার সবাই পুতিনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ক্ষমতাসীন পুতিনপন্থি ইউনাইটেড রাশিয়া পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

গত ১৫ জানুয়ারি রুশ পার্লামেন্টের বার্ষিক বক্তব্যে প্রধানমন্ত্রী ও কেবিনেট নিয়োগের ক্ষমতা পার্লামেন্ট ও প্রেসিডেন্টের মধ্যে ভাগাভাগি করার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া রাশিয়ায় আন্তর্জাতিক আইনের দাপট কমানো, প্রেসিডেন্টের দুই মেয়াদের নিয়ম সংশোধন করা, বিদেশি নাগরিকত্ব কিংবা বিদেশে বসবাসের অনুমতি থাকা ব্যক্তিদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে নিষিদ্ধের আইন সুসংহত করার প্রস্তাব দেন তিনি।

আরও পড়ুন : আন্তর্জাতিক আদালতের আদেশ প্রত্যাখ্যান মিয়ানমারের

পুতিনের ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, আজীবন ক্ষমতায় থাকার লক্ষ্যেই সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। তবে এ কথা অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট। গত ১৮ জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আমি সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়ে চর্চিত আমৃত্যু ক্ষমতায় থাকার ধারায় রাশিয়াকে ফিরিয়ে নিতে চাই না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড