• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন পম্পেও

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৫
মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (ছবি : বিবিসি)

সোলাইমানি হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা জানান। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে মাইক পম্পেও বলেন, সোলাইমানির নেতৃত্বে ইরানি সেনারা বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করছিল। এই পরিকল্পনা নস্যাৎ করতেই ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। আর এ ক্ষেত্রে আমার মতামত গুরুত্বপূর্ণ ছিল।

এর আগে আমেরিকার গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দীর্ঘদিন ধরে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ জারি করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।

আরও পড়ুন : অবশেষে ইরাক থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সম্মতি

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। মার্কিন সেনারা এই হত্যাকাণ্ড চালায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। বিশ্বের বহু দেশ, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দল আমেরিকার ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি অনেকে এটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড