• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে ৩ দমকল কর্মী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১২:৫৮
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে ৩ দমকল কর্মী নিহত
দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে পানি ছিটানো হচ্ছে (ছবি : ইউএসএ টুডে)

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মার্কিন দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর অস্ট্রেলিয়ায় ফের তাপমাত্রা বেড়েছে। আর সেই তাপ বৃদ্ধির কারণে দেশটির বিভিন্ন রাজ্যে দাবানলের তীব্রতা বাড়তে দেখা গেছে। বিধ্বস্ত বিমানটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজ্যের প্রধান গ্ল্যাডিস বেরেজিকিলিয়ান বলেছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্নোয়ি মাউন্টেনের কাছে যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটির সন্ধানে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত রাষ্ট্র অস্ট্রেলিয়া। দেশটিতে চলমান দাবানলে এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া প্রায় ১০ কোটির অধিক প্রাণী হতাহত হয়েছে।

আরও পড়ুন : রহস্যময় ভাইরাসের বাহক মানুষ, চীনে গণপরিবহন বন্ধ

এবারের দাবানলে সেখানকার প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে। যার আনুমানিক আকার প্রায় গোটা দক্ষিণ কোরিয়ার সমান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড