• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জন্ম সনদে শিশুর বয়স ১০০ বছর!

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৯
শিশু
ঘুষ না দেওয়ায় জন্ম সনদে ওই শিশুর বয়স ১০০ বছর উল্লেখ করা হয় (ছবি : প্রতীকী)

জন্ম হয়েছে দুই বছর হলো। কিন্তু এরপরও শিশুটির জন্ম সনদ নেয়নি তার পরিবার। অবশ্য সন্তানের জন্ম সনদের জন্য পরিবারের সদস্যরা গিয়েছিল গ্রাম উন্নয়ন কর্মকর্তার কাছে। সেই সনদে শিশুটির বয়স লেখা হয়েছে ১০০ বছর!

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বারেইলি এলাকায় এমন ঘটনাই ঘটেছে বলে দাবি করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

শিশুটির পরিবারের অভিযোগ, জন্ম সনদ সরবরাহের জন্য ঘুষ দাবি করেছিলেন গ্রাম উন্নয়ন কর্মকর্তা। কিন্তু শিশুটির পরিবার ঘুষ দিতে রাজি হননি। ফলে শিশুটির জন্ম সনদে ভুল বয়স লিখে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ঘুষ দাবি ও জন্ম সনদে ভুল তারিখ লিখে হয়রানির অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।

আরও পড়ুন : রকেট হামলার পর লিবিয়ার বিমানবন্দর বন্ধ ঘোষণা

গাল্ফ নিউজের ওই খবরে বলা হয়েছে, ২০১৬ সালের ১৩ জুন জন্ম হয় শিশু সঙ্কেতের। তার জন্মের দুই বছর পর পরিবারের সদস্যরা জন্ম সনদ আনতে যান। সঙ্কেতের ভাই জানান সে সময় গ্রাম উন্নয়ন কর্মকর্তা তাদের কাছে ঘুষ দাবি করেন। কিন্তু তারা ঘুষ দিতে রাজি হননি। পরে তিনি সনদে ১৩ জুন ২০১৮ তারিখের পরিবর্তে ৬ জানুয়ারি ১৯১৬ তারিখ লিখে দেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড