• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের আরেক শীর্ষ কমান্ডার নিহত 

  আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ২০:৫৬
ইরান
আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার আবদুলহোসেইন মোজাদ্দামি, (ছবি : সংগৃহীত)

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিহত হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন।

ইরানি সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার আবদুলহোসেইন মোজাদ্দামি বন্দুক হামলায় নিহত হয়েছেন। বুধবার নিজ বাড়ির সামনেই নিহত হন তিনি।

আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো।

জানা গেছে, মুখোশধারী ২ মোটরসাইকেল আরোহী বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার আবদুলহোসেইন মোজাদ্দামিকে গুলি করে। এতে নিহত হন তিনি। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন : ইরান থেকে ইসরায়েলকে রক্ষায় ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

এর আগে গত ৩ জানুয়ারি আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে লন্ডভন্ড হয়ে যায় ওই ঘাঁটি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড