• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনে শক্তিশালী ঝড়ের আঘাতে নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ১৭:৩০
ঝড়
স্পেনে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় গ্লোরিয়া (ছবি : এপি)

স্পেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় ‘গ্লোরিয়া’। এই ঝড়ের আঘাতে স্পেনে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বুধবার (২২ জানুয়ারি) ‘রয়টার্স’ জানিয়েছে, এই ঝড় শুরু হয় গত রবিবার (১৯ জানুয়ারি) থেকে। এটি এখন দক্ষিণ ফ্রান্সের দিকে অগ্রসর হচ্ছে।

স্পেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্লোরিয়া সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ভ্যালেন্সিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জে। ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও প্রচণ্ড বাতাসে ঘরবাড়িসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এ দিকে ঝড়ের প্রভাবে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারপাত শুরু হয়েছে। সে সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত। ফলে এসব এলাকার বিদ্যুৎসংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনভর বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠান্ডা বিপাকে পড়েছেন এসব এলাকার লোকজন। জিরোনায় বর্তমানে ২ লাখ ২০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ওই অঞ্চলের ২ হাজার ৬০০ কিলোমিটার সড়ক তুষারে ঢেকে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের বিমান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : পশ্চিমাদের বেকায়দায় ফেলে দিয়েছে ইরান

ফ্রান্সের স্থানীয় আবহাওয়াবিদদের মতে, ‘গ্লোরিয়া’ এই অঞ্চলে ১৯৮২ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড