• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবেক ইন্টারপোল প্রধানের ১৩ বছরের জেল

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ১৬:৫২
চীন
আদালতে সাবেক ইন্টারপোল প্রধান মেং হংওয়ে, (ছবি : বিবিসি)

ইন্টারপোলের সাবেক এক প্রধানকে ১৩ বছর ৬ মাসের জেল দিয়েছে চীন। মঙ্গলবার চীনের একটি আদালত এই আদেশ জারি করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইন্টারপোলের (দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশন) সাবেক প্রধান মেং হংওয়েকে সাড়ে ১৩ বছরের জেল দিয়েছে চীন। মেং প্রথম চীনা হিসেবে ইন্টারপোল প্রধানের দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক এই সংস্থার দায়িত্ব ছাড়তে বাধ্য হন মেং হংওয়ে। পরবর্তীকালে চীন জানায়, ইন্টারপোলের প্রধানকে আটক করা হয়েছে। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই তাকে আটক করা হয়।

অভিযোগ ছিল, মেং হংওয়ে বিশাল অঙ্কের ঘুষ নিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলাও হয়। শেষ পর্যন্ত মেং স্বীকার করেন- তিনি ২০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। এর প্রেক্ষিতেই তাকে ১৩ বছর ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইরান সীমান্তে মার্কিন যুদ্ধবিমানকে বিভ্রান্তিতে ফেলছে রাশিয়া

একই সঙ্গে চীনের আদালত তাকে ২ লাখ ৯০ হাজার ডলার জরিমানাও করেছে। রায় ঘোষণার সময় এক বিবৃতিতে আদালত জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিলে যাবে না মেং হংওয়ে।

প্রসঙ্গত, ১৯২৩ সালে ইন্টারপোল গঠিত হয়। এটি মূলত পুলিশকে আন্তর্জাতিকভাবে সহায়তাকারী সংস্থা। চীনের মেং হংওয়ে ২০১৬ সালে ইন্টারপোল প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড