• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের বিরুদ্ধে ভিন্ন কৌশলের সন্ধানে মাহাথির

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১২:৪০
ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নারাজ মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (ছবি : ইন্ডিয়া টুডে)

মালয়েশিয়া থেকে পাম তেল কেনা বন্ধ রাখায় ভারতের বিরুদ্ধে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিশোধ নিতে চায় না প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতের পাম তেল কেনা বয়কটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মালয়েশিয়া কেবল ছোট একটি দেশ মাত্র। তাই আমাদের ভিন্ন কৌশল নিতে হবে।

মাহাথির আরও বলেন, আমাদের তেল বয়কটের বিষয়ে ভারতের পদক্ষেপগুলো কুয়ালালামপুর আগে থেকেই জানত। আমরা এখনি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে চাই না। বরং এ থেকে উত্তরণের সঠিক পথ খুঁজতে হবে।

মালয় প্রধানমন্ত্রীর মতে, আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলব।

বিশ্লেষকদের মতে, বিশ্বের ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত চলতি মাসের শুরুতে মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করেছিল। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের করা সমালোচনার জবাবে নয়াদিল্লির এমন পদক্ষেপ।

আরও পড়ুন : ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত (ভিডিও)

এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মাহাথির।

সূত্র : এনডিটিভি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড