• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ০৮:৫৮
ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত
পানি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে (ছবি : ইন্ডিয়া টুডে)

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘কে ফোর’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে এশিয়ার পরাশক্তি ভারত। অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। শক্তিশালী এই মিসাইল ভারতীয় নৌ সেনাদের ক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্টদের।

গণমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার (১৯ জানুয়ারি) ভোরে সমুদ্রের তলদেশের একটি প্লাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে সফলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) তৈরি শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রকে দ্রুতই পরমাণু সঞ্চালিত সাবমেরিনগুলোতে যুক্ত করা হবে। ‘কে-ফোর’ মিসাইলটি ১২ মিটার দীর্ঘ এবং এর ওজন ১৭ টন। মারণাস্ত্রটির বিশেষত্ব হলো এটিকে রাডারের সাহায্যে সহজে সনাক্ত সম্ভব নয়।

আরও পড়ুন : হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের ৬০ সেনা নিহত (ভিডিও)

উল্লেখ্য, উন্নত প্রযুক্তির এই মিসাইলটি ভারতেই তৈরি করা হয়েছে। একে পরমাণু শক্তিচালিত অ্যারিহান্ত ক্লাস সাবমেরিনে যুক্ত করা হবে। যদিও এর আগে ‘কে ফোর’ মিসাইলটিকে আরও কয়েকটি পরীক্ষায় পাস হতে হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড