• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চেক প্রজাতন্ত্রে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৭:২৮
অগ্নিকাণ্ড
আগুন নেভানোর চেষ্টা চলছে (ছবি : সংগৃহীত)

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকালে চেক প্রজাতন্ত্রের পশ্চিমে অবস্থিত জার্মান সীমান্তবর্তী ভিপ্রেতি নামক শহরের একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুন লাগে। আর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন বলেছে, অগ্নিকাণ্ডের কারণে আটজনের প্রাণহানির পাশাপাশি অন্তত ৩৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা রাশিয়ার

এ বিষয়ে স্থানীয় জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের অনেকেই মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিবেশী দেশ জার্মানির উদ্ধারকর্মীরাও হতাহতদের উদ্ধারে সহায়তা করছে। জার্মানির দুটিসহ মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে ঘটনাস্থলে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করানো যায়নি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড