• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপন চিঠি ফাঁস

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১১:৩৯
ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপন চিঠি ফাঁস
ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : তেহরান টাইমস)

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরান-যুক্তরাষ্ট্র মধ্যকার উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তেহরানের পরমাণু অস্ত্র সম্পর্কিত একটি গোপন চিঠি ফাঁস করল ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।

শনিবার (১৮ জানুয়ারি) ফাঁস হওয়া এক চিঠিতে বলা হয়, ইরান তাদের প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের জন্য অনুরোধ করেছে। যদিও চিঠিটি ২০১৮ সালের বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি এজেন্টরা তেহরানে অভিযান চালিয়ে চিঠিটি উদ্ধার করেন। সেখানে ২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ খচিত ছিল। চিঠিতে ইরানের উচ্চ পর্যায় থেকে পরমাণু অস্ত্র প্রস্তুতের জন্য বিজ্ঞানীদের প্রতি অনুরোধ জানানো হয়েছিল।

দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ চিঠিটির গায়ে লিখেছিলেন, আল্লাহর ইচ্ছাতে বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হামলার তালিকায় যেসব ইরানি স্থাপনা

উল্লেখ্য, চিঠির বিষয়ে দ্য ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড