• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত চার

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ০৮:৫২
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত চার
মরদেহ উদ্ধার করা হচ্ছে (ছবি : সিএনবিসি)

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের গ্র্যান্টসভিলে শহরের একটি বাসায় বন্দুকধারীর গুলিতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

পুলিশের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে মর্মান্তিক এ হামলার ঘটনা ঘটে। বন্দুক হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এক সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গ্র্যান্টসভিলে পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা রোন্ডা ফিল্ডস জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, একজনই হামলাটি চালিয়েছে। তাই বাসিন্দাদের এখন আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে হামলাটি চালানোর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন এবং হতাহতদের নাম-পরিচয় এখনি প্রকাশ করতে চাচ্ছেন না এই নারী কর্মকর্তা। কেননা আটককৃত ও হতাহতদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না এবার সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন : ৩০০ পাউন্ড ওজনের আইএস নেতা আটক

ফিল্ডস বলেছেন, এই শহরটিতে প্রায় ১১ হাজারের মতো লোক বসবাস করেন। আমরা হতাহতদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত জানার পরই বিষয়টি পরিষ্কার করা হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড