• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় ভয়াবহ ঝুঁকির মুখে শিশুরা : ইউনিসেফ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ০৪:১৪
ভয়াবহ ঝুঁকি
লিবিয়ান শিশু (ছবি : সংগৃহীত)

লিবিয়ায় গৃহযুদ্ধের কারণে সেখানকার শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) হেনরিটা জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন হেনরিটা। তিনি জানান, সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দিশিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ।

আরও পড়ুন : রাজ পদবি হারাচ্ছেন হ্যারি ও মেগান

নাগরিক, শিশু ও স্বাস্থ্য সেবা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন হেনরিটা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড