• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি উপকূলে ফরাসি যুদ্ধজাহাজ মোতায়েন, উত্তেজনা বৃদ্ধি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ২১:১১
যুদ্ধজাহাজ
ফরাসি যুদ্ধজাহাজ (ছবি : রয়টার্স)

সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সৌদি উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ফ্রান্স। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। শনিবার (১৮ জানুয়ারি) দেশটি সৌদি আরবের পূর্ব উপকূলে রাডার ব্যবস্থা এবং যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

ফ্রান্সের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জাগুয়ার টাস্কফোর্স মিশনের অংশ হিসেবে রাডার ব্যবস্থা ও জাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া এটি সৌদি সরকারকে তাদের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করার একটি উদ্যোগ।

এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্যে আগামী এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর সাগর পর্যন্ত অভিযান চালাবে এই জাহাজটি।

আরও পড়ুন- ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান : মার্কিন বিশ্লেষক

প্রসঙ্গত, জেনারেল সোলাইমানি হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে এবং মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক তখনই সৌদি উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করল ফ্রান্স।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড