• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্লিনটনের তদন্তকারী এবার লড়বেন ট্রাম্পের পক্ষে

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ২০:০২
স্টার ও ট্রাম্প
কেন স্টার ও ডোনাল্ড ট্রাম্প (ছবি : সংগৃহীত)

সিনেটে অভিশংসনের চূড়ান্ত বিচার প্রক্রিয়ায় নিজের পক্ষে যুক্তি তুলে ধরতে বেশ কয়েকজন আইনজীবী নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসনের তদন্তকারী কেন স্টারও রয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে আইনজীবী নিয়োগের বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। খবর ‘সিএনএন’।

ওই বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউসের পরামর্শক প্যাট সিপোলোন ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলোর নেতৃত্বে এই আইনজীবীরা সিনেটে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্টের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবেন।

এ দিকে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু করতে সিনেটের ১০০ আইনপ্রণেতা শপথ নিয়েছেন। তাদের শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

আরও পড়ুন- ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান : মার্কিন বিশ্লেষক

শপথ নেওয়া এসব আইন প্রণেতারাই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড