• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান : মার্কিন বিশ্লেষক

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৯:২৮
ইরান
ইরানি মিসাইল (ছবি : আল-জাজিরা)

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকান লেখক ও সাংবাদিক ড্যানিয়েল ল্যাজারে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। এই হত্যাকাণ্ড চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। এর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের দাবি, দুই ঘণ্টা ধরে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই হামলার দিকে ইঙ্গিত করে ড্যানিয়েল ল্যাজারে বলেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে টানা দুই ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটি দেখিয়ে দিয়েছে যে, আমেরিকার পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার জবাব দেওয়া এবং মোকাবিলার জন্য তারা প্রস্তুত।

আরও পড়ুন- ইরানি হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার, প্রমাণ তথ্যচিত্রে

সাক্ষাৎকারে ড্যানিয়েল ল্যাজারে আরও বলেন, ইরান সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার দিকে মনোযোগ দিয়েছে। ইতোমধ্যে অকল্পনীয় উন্নতি সাধন করেছে তারা। ইরানের কাছে অত্যন্ত উন্নতমানের ক্ষেপণাস্ত্র রয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড