• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত তালিবান

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৯:৫৭
তালিবান-যুক্তরাষ্ট্র
ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে তালিবান। বর্তমানে কাতারের দোহায় মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে তালিবানের আলোচনা চলছে। সেখানে নিজেদের শর্ত পূরণ হলে যুদ্ধবিরতিতে যাবে আফগানিস্তানের সংগঠনটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মার্কিন বাহিনীর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে তালিবান। এ সময় আফগানিস্তানের সরকারি বাহিনীর ওপরও সহিংসতা কমিয়ে আনবে তারা। এমনকি আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায়ও বসবে। এ সবকিছুই হবে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তালিবানরা।

আরও পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘আল্লাহর বিচার’ বললেন খামেনি

যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে কোনো চুক্তি হলে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের পথ খুলবে বলে আশা করা হচ্ছে। দোহায় তালিবানের অফিসের এক মুখপাত্র বলেন, বুধবার ও বৃহস্পতিবার শান্তিচুক্তি বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যস্থতাকারী দল।

শুক্রবার সুহাইল শাহীন নামের ওই মুখপাত্র এক টুইটার পোস্টে জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা ‘কার্যকর’ হয়েছে। এই আলোচনা আরও কয়েকদিন চলবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড