• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান-সৌদি যুদ্ধ পাকিস্তানের জন্য বিপর্যয়কর হবে : ইমরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৫:১৫
ইমরান খান
সাক্ষাৎকার দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : ডয়চে ভেলে)

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ইরান সামরিক সংঘাতে জড়ালে পাকিস্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। জার্মানভিত্তিক সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস ফলের নেওয়া এই সাক্ষাৎকারটি প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)।

সাক্ষাৎকারের একটি অংশে ইনেস ফলের করা প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, এটা সত্যি যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। সৌদি আরব পাকিস্তানের অন্যতম বন্ধু রাষ্ট্র। আবার ইরানের সঙ্গেও আমরা সবসময় ভালো সম্পর্ক রেখে চলছি।

ইমরান খান বলেন, সৌদি আরব ও ইরান দুটি দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে। এ কারণে দেশ দুটির মধ্যে যুদ্ধ হলে তা পাকিস্তানের জন্য বিপর্যয় বয়ে আনবে। বিষয়টি বুঝতে পেরে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান।

আরও পড়ুন : পুতিনের বক্তব্যে বিশ্বযুদ্ধের আভাস

এ সময় ইমরান খান জানান, আফগানিস্তানে শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রতিবেশী এই দেশটিতে গত ৪০ বছর ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও তালিবান যাতে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে সে ব্যাপারে পাকিস্তান সর্বোচ্চ সহায়তা করবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড