• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের হুমকিতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা  

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৯:০১
ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেই দেশগুলো এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’।

বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে। এর এক সপ্তাহ আগে এ তিনটি দেশকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসা ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে চাপ সৃষ্টি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইউরোপের এ তিনটি দেশের নেতাদের ট্রাম্প বলেন, তারা যদি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল না করেন তবে আমেরিকা গাড়ি আমদানির ক্ষেত্রে এসব দেশের ওপর শতকরা ২৫ ভাগ বাড়তি শুল্ক আরোপ করবে।

ওয়াশিংটন পোস্টের দাবি, ট্রাম্পের এই হুমকির কারণেই ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর এতে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে।

আরও পড়ুন- মার্কিন সমর্থিত হাফতারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এরদোগান

এ দিকে ইরান বলেছে, যত চাপই আসুক না কেন, তারা আমেরিকার কাছে নতি স্বীকার করবে না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড