• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফ্রিকার দক্ষিণাঞ্চলে খাদ্যাভাবে সাড়ে ৪ কোটি মানুষ

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৭
আফ্রিকা-জাতিসংঘ
খাবার নিতে লাইনে দাঁড়িয়েছে আফ্রিকার দক্ষিণাঞ্চলের মানুষ, (ছবি : সংগৃহীত)

আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬টি দেশে খাদ্যাভাবে রয়েছে অন্তত ৪ কোটি ৫০ লাখ মানুষ। জাতিসংঘের অন্তর্ভুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্তত ১৬টি দেশে অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এছাড়া ভয়াবহ বন্যা ও খরার কারণে প্রয়োজনীয় খাবার পাচ্ছে না সেখানকার সাড়ে ৪ কোটি মানুষ।

এ সম্পর্কে আফ্রিকার দক্ষিণাঞ্চলে নিয়োজিত ডব্লিউএফপির আঞ্চলিক প্রধান লোলা কাস্ত্রো এক বিবৃতিতে জানান, এই খাদ্যাভাবের মাত্রা এত বেশি, যা আমরা আগে কখনো দেখিনি। বিভিন্ন তথ্য বলছে, এই সংকট আরও বাড়বে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের সময় শুরু হয়ে গেছে। গত বছরও ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মক ক্ষতি হয়। এবারও তেমনটিই আশঙ্কা করা হচ্ছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড