• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরমাণু সমঝোতা ইস্যু

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জারিফ

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৬:০৮
জাভেদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ (ছবি : মিডল ইস্ট মনিটর)

পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

২০১৫ সালে ছয়টি জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে ইরান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। মার্কিনিদের পক্ষে তিনিই ওই প্রস্তাবে সই করেন। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ওই প্রস্তাবে স্বাক্ষরের জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠান। আর ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইরানের শীর্ষস্থানীয় নেতাদের আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রস্তাব নাকচের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে জাভেদ জারিফ বলেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে ইরান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সমঝোতা করেনি, করেছে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে। তাহলে প্রেসিডেন্ট পরিবর্তনের পর আবার নতুন করে চুক্তি করতে হবে কেন? নতুন করে চুক্তি করার কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও জানান, ইরান কোনো ‘ওবামীয় চুক্তি’ করেনি যে সেটিকে এখন ‘ট্রাম্পীয় চুক্তির’ সঙ্গে পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন- ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাহস কারও নেই : আইআরজিসি

তিনি বলেন, যদি এখন ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিই, তাহলে আগামী বছর ‘বাইডেনীয়’ বা ‘স্যান্ডার্সীয়’ কিংবা ‘ওয়ারেনীয়’ চুক্তি সই করতে হতে পারে। যা সম্পূর্ণ যুক্তিহীন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড