• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ইসরায়েলের বিমান হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৬:০১
ইসরায়েল-ফিলিস্তিন-গাজা
ছবি : প্রতীকী

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল ইস্ট মনিটর জানায়, বুধবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন সন্ধ্যায়ই অঞ্চলটিতে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ওই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে।

বিমান হামলা সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানায়, গাজা থেকে রকেট হামলার জবাবে বুধবার সন্ধ্যায়ই গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

আরও পড়ুন : প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলে রকেট হামলা

এর আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে চারটি রকেট হামলা চালায় হামাস। এর মধ্যে দুটি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। বাকি দুটি আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট দাবি করে, ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানা দুটি রকেট ফাঁকা জায়গায় পড়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড