• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলে রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫
ইসরায়েল-গাজা
ছবি : প্রতীকী

গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে চারটি রকেট হামলা চালানো হয়েছে। বুধবার এই হামলা চালানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিকবাহিনী। একই সঙ্গে হামলায় কেউ হতাহত ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তারা।

ইসরায়েলি সামরিকবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা থেকে ছোড়া চারটি রকেটের মধ্যে দুটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকি দুটি রকেট আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানা দুটি রকেট ফাঁকা জায়গায় পড়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

আরও পড়ুন : ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেব না, হুঁশিয়ারি নেতানিয়াহুর

এখন পর্যন্ত ফিলিস্তিনের কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত ফিলিস্তিনি সংগঠন হামাস এই হামলা চালিয়েছে।

এর আগে ডিসেম্বরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে রকেট হামলা চালানো হয়। তখন একটি অনুষ্ঠানের স্টেজ থেকে ভয়ে পালিয়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড