• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে ইরান : ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪২
ইরান
ছবি : প্রতীকী

ইরান যেভাবে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে চলতি বছরই পারমাণবিক বোমার মালিক হবে তারা। মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপের ইরানি শাখা রেডিও ফার্দা জানায়, চলতি বছরের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির সব কাজ সম্পন্ন করতে সমর্থ হবে ইরান। আর পারমাণবিক বোমাবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করতে তাদের সময় লাগবে সর্বোচ্চ ২ বছর।

কীভাবে ইরান এই শক্তিশালী বোমার মালিক হবে সে ব্যাখ্যাও দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর গোয়েন্দারা। তারা বলছে, বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার ৪ শতাংশ। তবে আগামী ৬ মাসে এই হার বাড়িয়ে ২০ শতাংশে নিয়ে যাবে তারা। এতে চলতি বছরের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির সব সক্ষমতা অর্জন করবে দেশটি।

আরও পড়ুন : ফাঁস হওয়া ছবিতে উঠে এলো ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’

এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি মিলিয়ে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়ে তার প্রমাণও দিয়েছে তারা। এ অবস্থায় ইরান পারমাণবিক বোমার মালিক হলে ইসরায়েলের জন্য তা বড় ধরনের হুমকি হয়েই দাঁড়াবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড